দিনাজপুরর পার্বতীপুরে অবস্থিত রেলওয়ের প্রাচীন হাসপাতালকে আধুনিকায়নের পাশাপাশি সম্প্রসারণ করা হবে। সেইসঙ্গে রেল সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মকর্মচারী ছাড়াও সাধারণ জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা অধিশাখার যুগ্ম সচিব ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান।
বুধবার (৭ মে) বিকাল সাড়ে ৫টায় পার্বতীপুর রেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ ছাড়াও চীনের ১ হাজার শয্যার হাসপাতালটি পার্বতীপুরে স্থাপনের বিষয়ে তিনি বলেন, এটি প্রাথমিক পর্যায়ে আলোচনাধীন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে পর্যাপ্ত সংখ্যক জনবলের পাশাপাশি উপকরণ সরবরাহেরও আশ্বাস দেন তিনি।
এ সময় তিনি হাসপাতালের বহির্বিভাগ ছাড়াও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। পরিদর্শনকালে রেলওয়ের চীফ মেডিকেল অফিসার আনিসুল হক, ডিভিশনাল মেডিকেল অফিসার পার্থ সারতী বনিক, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, মডেল থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
কেকে/এএম