পিরোজপুরের ভান্ডারিয়ায় স্ত্রী ও শাশুড়িকে কুড়াল ও ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করেছে স্বামী বাদল খান (৪৫) । এ ঘটনার পর বাদল পালিয়ে গেছে।
সোমবার (৫ মে) রাত ১১টার দিকে উপজেলার ধাওয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের খান বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন চম্পা বেগম (৩৫) এবং তার মা বিলকিস জাহান (৭০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধাওয়া গ্রামের মৃত আজিজ খানের ছেলে বাদল খানের সঙ্গে চাচাতো বোন চম্পা বেগমের সঙ্গে ১০ দিন আগে বিবাহ হয়। বিয়ের পর থেকেই চম্পাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বাদল। চম্পাকে বিবাহের আগেও বাদল আরও তিনটি বিবাহ করেন। তার নির্যাতনে আগের তিন স্ত্রী তাকে ছেড়ে চলে যায়।
৫ মে রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও বৃদ্ধ শাশুড়িকে গলা কেটে হত্যা করে গায়ে আগুন লাগিয়ে দেয়। এ সময় ঘরে থাকা বাদলের দ্বিতীয় স্ত্রীর শিশু ছেলে ইয়াসির ঘর থেকে পালিয়ে পাশের বাড়ির লোকজনকে জানালে তারা এসে আগুন নিভিয়ে ফেলে। এ সময় বাদল পালিয়ে যায়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদ আনওয়ার জানান, ঘটনা তদন্ত চলছে, তদন্তের পরে প্রকৃত ঘটনা আমরা জানতে পারব।
কেকে/এএস