৪৪তম বিসিএসের সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডার এবং সাধারণ ক্যাডারের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সোমবার (৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পাওয়া যাবে পিএসসির নিজস্ব ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd-তে।
পিএসসি জানিয়েছে, যৌক্তিক কারণে প্রয়োজনে সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে এবং এ ক্ষেত্রে কমিশন সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
কেকে/এএম