দিনাজপুরের পার্বতীপুরে চলমান এসএসসি সমমান পরীক্ষায় তিন শিক্ষার্থীকে বহিস্কার হয়েছে।
রোববার (৪ মে) রাজাবাসর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা গেছে, চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় পার্বতীপুর কারিগরি ও বাণিজ্যিক কলেজ এবং রাজাবাসর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য রাজাবাসর স্কুল অ্যান্ড কলেজকে কেন্দ্র নির্ধারণ করা হয়। ওই কেন্দ্রে ১৭৩ জনের মধ্যে রোববার পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৬৯ জন শিক্ষার্থী। সকাল ১০টায় শুরু হওয়া ভোকেশনাল শাখার ট্রেড পরীক্ষায় অসাদু উপায় অবলম্বনের অভিযোগে দিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এর মধ্যে দুইজন পার্বতীপুর কারিগরি ও বাণিজ্যিক কলেজের এবং একজন রাজাবাসর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রয়েছে (তাদের রোল যথাক্রমে ৩২১৮৩৩, ৫১৮৩০৯ ও ৫২১৭৮৯)। বহিষ্কার শিক্ষার্থীরা দুই প্রতিষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা।
কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা যুব উন্নয়ন অফিসার আনিসুর রহমান বলেন, বেলা সাড়ে ১২টার দিকে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
কেকে/এএম