নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী ১ আসন (ডোমার -ডিমলা) এর সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে দায়েরকৃত দুটি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতাকর্মীরা।
রোববার (৪ মে) জেলা বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পৌর শাখার নেতাকর্মীরা।
অলকেশ ভৌমিক ঝন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মাহবুবার রহমান, পৌর বিএনপির সদস্য সচিব ও বিজ্ঞ পিপি অ্যাড. আল মাসুদ চৌধুরী।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা সদস্য সচিব প্রবীর কুমার দে মিঠু, পৌর যুগ্ম আহ্বায়ক স্বাধীন ঘোষ, পৌর সদস্য সচিব সত্যেন রায়, যুগ্ম আহ্বায়ক সুমন চক্রবর্তী, যুগ্ম আহবায়ক সুজন সরকার, সদর উপজেলা যুগ্ন আহবায়ক রণজিৎ রায়, পৌর যুগ্ম আহ্বায়ক রবিদে, জেলা সদস্য নারায়ণ রায়, জয়দেব রায় প্রমুখ।
বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে অনতিবিলম্বে প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তি দাবি করেন। মুক্তি না দিলে নীলফামারী থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা।
কেকে/এএস