বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও নীলফামারী ১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (৪ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্ত নীলফামারী জেলা জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, শাহরিন ইসলাম তুহিনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটকে রাখা হয়েছে। ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে থেকে গিরগিটির মতো রং পরিবর্তন করছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে দেবে না বলেই তারা চক্রান্ত করে বেড়াচ্ছে।
তিনি বলেন, জনগনের সঙ্গে অন্তর্বর্তি সরকার কানামাছি খেলে সন্দেহের সৃষ্টি করছে। নির্বাচনের তারিখ সুর্নির্দিষ্ট করতে সরকারের কোনো পদক্ষেপ নেই বলেও অভিযোগও করেন তিনি।
এ সময় বিচারপতি খায়রুল হকের কেন বিচার হবে না প্রশ্ন তুলে তিনি বলেন, ভারতের চলমান অগণতান্ত্রিক নীতি নিয়ে স্থিমিত কণ্ঠে সরকার শেখ হাসিনার পথ অনুসরণ করছে।
কেকে/এআর