ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপি নেতা মো. জুয়েল হাওলাদারের ‘নির্যাতনের’ প্রতিবাদে এক নারী বৃদ্ধাসহ পুরো পরিবার সংবাদ সম্মেলন করেছেন। এ সময় তারা জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
শনিবার (৩ মে) বেলা ১১টায় কাঠালিয়া প্রেস ক্লাবের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলার তারাবুনিয়া গ্রামের বাসিন্দা মো. সামছুল আলম হাওলাদারের ছেলে মো. নাছির হাওলাদার লিখিত বক্তব্যে অভিযোগ করেন, আমি ও আমার ভাই জীবিকার প্রয়োজনে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। বাড়িতে আমার বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও সন্তানরা বসবাস করে। এই সুযোগে আমার প্রতিবেশী ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদার জোর করে আমাদের জমিতে ঘর নির্মাণ করেছে, পুকুর কেটেছে এবং তালগাছ কেটে নিয়ে গেছে।
তিনি আরো বলেন, জুয়েলের নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী আমার বৃদ্ধ মা-বাবাকে নিয়মিত হুমকি-ধামকি দেয়। একাধিকবার আমাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাছির হাওলাদারের বাবা মো. সামছুল আলম হাওলাদার ও মা শেফালী বেগম।
পরিবারটি বিষয়টির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
কেকে/এএম