২৭ বছর আগের ভাই হত্যার প্রতিশোধ নিতে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে ডাকাতির নাটক সাজিয়ে ছানা মাঝি (৪৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ ও পরিবার জানায়, বৃহস্পতিবার (১ মে) বিকালে পূর্বপরিচিত স্বাধীন নামের এক ব্যক্তির মাধ্যমে ছানা মাঝিকে ডেকে নেওয়া হয়। এরপর রাত ১১টার দিকে সদর উপজেলার মধ্য মাকহাটি গ্রামের তালগাছতলা সড়কে তার মরদেহ উদ্ধার করা হয়। শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। পাশে পাওয়া যায় একটি একনালা শর্টগান ও দুই রাউন্ড কার্তুজ।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহতের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। তাকে পাটক্ষেতে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে ঘটনাস্থলে পিস্তল রেখে ডাকাতির গল্প সাজানো হয়।
তিনি বলেন, ১৯৯৮ সালে স্থানীয় বাবু মাঝির ভাই সিপন মাঝি খুন হন। ওই হত্যাকাণ্ডের মামলায় ছানা মাঝি ও তার ভাইরা অভিযুক্ত ছিলেন। পরে দীর্ঘদিন জেল খেটে মামলায় খালাস পান। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড।
নিহতের স্ত্রী ফাতেমা বেগম অভিযোগ করেন, স্বাধীন নামে এক ছেলের মাধ্যমে বাবু মাঝি আমার স্বামীকে ডেকে নেয়। এরপর আর তিনি ফেরেননি। রাত ১১টার দিকে তার লাশ পাই। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের দ্রুত গ্রেফতার করে বিচার চাই।
ওসি আরো জানান, এই ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। তবে আমরা তদন্ত শুরু করেছি, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ছানা মাঝি মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়নের ড্যাগ্রাপাড়া গ্রামে পরিবার নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করতেন। তার স্ত্রী ফাতেমা তিন সন্তানের জননী। হত্যাকাণ্ডের পর এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কেকে/এএম