সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
আইন-আদালত
স্বৈরাচারের মামলায় কারাগারে শাহরিন চৌধুরী তুহিন
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১০:১৭ এএম
ছবি: খোলা কাগজ ই-পেপার থেকে

ছবি: খোলা কাগজ ই-পেপার থেকে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সকালে তিনি আদালতে আসেন। 

প্রথমে কর ফাঁকির মামলায় ঢাকার বিশেষ জজ-৯ কবির উদ্দিন প্রামাণিকের আদালতে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন। এরপর অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৭ প্রদীপ কুমার রায়ের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন। এ সময় তার সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মীকে দেখা যায়। প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় বোনের ছেলে।

এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তার চিকিৎসা ও ডিভিশন চেয়ে আবেদন করেন। আবেদনে তিনি হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন বলে উল্লেখ করা হয়। এজন্য তাকে অ্যাম্বুলেন্সে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। আদালত কারাবিধি অনুযায়ী ডিভিশন ও চিকিৎসার নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ সাকিল আহমেদ রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সময় তার বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক ধারায় দুই-তিন বছর ও পাঁচ বছরÑ মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। এ ছাড়া অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার দীর্ঘ ১৭ বছর পর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।

এদিকে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় তার নির্বাচনি এলাকা নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও তার সব সহযোগী সংগঠন। গতকাল মঙ্গলবার এরই প্রতিবাদে জেলা, উপজেলা, পৌর বিএনপি ও তার সব সহযোগী সংগঠন নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-

নীলফামারী : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। 

গতকাল মঙ্গলবার তুহিনের মুক্তির দাবিতে নীলফামারী জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছেন জেলা বিএনপি ও তার সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সোহেল পারভেজ, দফতর সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, পৌর সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ, জেলা কৃষক দলের আহ্বায়ক মগনি মাসুদুল আলম দুলাল, সদস্য সচিব ওয়ালিউর রহমান হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম, জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক মাসুদ রানা মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন, জেলা জাসাস সদস্য সচিব আবুল হাসনাত রাসেল, তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তি প্রমুখ। 

ডিমলা (নীলফামারী) : নীলফামারীর ডিমলায় তারেক রহমানের খালাতো ভাই ও নীলফামারী-১ আসনের সাবেক এমপি শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর নিঃশর্ত মুক্তি ও সব মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল মঙ্গলবার উপজেলা মহিলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপিকা সেতারা সুলতানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিস্তম্ভে আলোচনায় মিলিত হয়। অধ্যাপিকা সেতারা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী ডন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি স্বপনুজ্জামান, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক হালিমুল ইসলাম রাসেল প্রমুখ। 

জলঢাকা (নীলফামারী) : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক এমপি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে নীলফামারীর জলঢাকায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বিএনপিসহ সব অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন। 

গতকাল বিকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম বাঙালির সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভুট্টু, উপজেলা বিএনপির সহসভাপতি জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরিজুল ইসলাম সেবু চৌধুরী, পৌর সংগঠনিক সম্পাদক এটিএম আউয়াল বিএসসি, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ইউনুস আলী, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জমির উদ্দিন ভাষা, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা উপজেলা আহ্বায়ক সুলতান মাহমুদ, সদস্য সচিব আবেদ আলী, উপজেলা তাঁতীদলের সভাপতি আলমগীর হোসেন ও উপজেলা ছাত্রদলের সভাপতি মমতাজুল ইসলাম মিঠু প্রমুখ। 

কেকে/এজে



আরও সংবাদ   বিষয়:  স্বৈরাচারের মামলা   কারাগার   শাহরিন চৌধুরী তুহিন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close