সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর      ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      
দেশজুড়ে
শিক্ষা অফিসারের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ আত্মসাতের অভিযোগ
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১:৪৭ পিএম আপডেট: ২৮.০৪.২০২৫ ৫:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে ২৭টি বিদ্যালয়ের ৯৬৭ জন শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণ পেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

রোববার (২৭ এপ্রিল) তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণপূর্বক এই বরখাস্তের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রনালয়। 

চিঠি পেয়ে শিক্ষা অফিসার বলছেন, ওই ঘটনার তদন্তে ভুল-বোঝাবুঝি হয়েছে। তিনি আইনি লড়াই করবেন। তবে শিক্ষা অফিসারে বরখাস্তের বিষয়ে এলাকার অভিভাবকরা সাধুবাদ জানিয়েছেন। শুধু শিক্ষা বিভাগই নয়, সরকারি সকল দফতরে নজরদারি বাড়াতে সরকারকে অনুরোধ করেছেন। প্রজ্ঞাপনটি গত ২২ এপ্রিল জারি করা হলেও এলাকায় প্রকাশ পায় ২৭ এপ্রিল।
 
জারিকৃত প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, জয়পুরহাটের কালাই উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিফুল ইসলাম চলতি ২০২৪-২০২৫ অর্থ বছরের জুলাই-ডিসেম্বর মোট ছয় মাসে উপজেলার ২৭টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৯৬৭ জন বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ বিতরণে গুরুতর অনিয়ম করেছেন। তিনি এসব শিক্ষার্থীদের প্রাপ্ত উপবৃত্তির টাকা অভিভাবকের মোবাইল অ্যাকাউন্টে প্রদান না করে নিজেই আত্মসাতের জন্য বেআইনিভাবে অ্যাকাউন্টগুলো পরিবর্তন করেছে। যার দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

এ অবস্থায় রাষ্ট্রপতির আদেশক্রমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কালাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২ (১) ধারা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বরখাস্ত আদেশ ২২ এপ্রিল ২০২৫ তারিখ থেকে কার্যকর করা হয়েছে।

জারিকৃত প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, বরখাস্তকালীন সময়ে মো. রফিফুল ইসলাম শুধু খোরাকি ভাতা পাবেন। তিনি অন্য কোনো সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন না। 

প্রজ্ঞাপনে আরো উল্লেখ আছে, সরকার দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতিতে অটল। সেই নীতির বাস্তবায়ন নিশ্চিত করতেই এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

কালাই পৌরশহরের দোকানদারপাড়া মহল্লার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, আমার ছেলে কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। উপবৃত্তির জন্য কাগজ-পত্র ও মোবাইল নম্বর নিয়েছে। কিন্তু একবারো উপবৃত্তির টাকা মোবাইলে আসেনি। আমারমত অধিকাংশ অভিভাবকেরই একই অবস্থা। এই স্কুলের প্রায় শতকরা ৮০ জনই উপবৃত্তির টাকা পায় না। শিক্ষা অফিসার ও হেড মাস্টার মিলে ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা আত্মসাত করেছে। শুধু শিক্ষা অফিসার কেন, হেড মাস্টারকে সাময়িক বরখাস্ত নয়, তাঁকে একবারে চাকুরিচ্যুত করতে হবে।

কালাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম জানান, তিনি সবকিছু নিয়ম মেনে করেছেন। তদন্তে ভুল বোঝাবুঝি হয়েছে। তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায্যতা প্রমাণ করবেন।

উল্লেখ্য, মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরসমূহ, জেলা প্রশাসক, বিভাগীয় পরিচালকসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মো. রফিফুল ইসলামের সাময়িক বরখাস্ত বহাল থাকবে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে নারী নিহত
চিত্রনায়ক বাপ্পারাজের রহস্যময় পোস্টে উদ্বিগ্ন ভক্তরা
ফ্যাসিস্ট নাসিমের প্রতারণার শিকার শতাধিক নারী
হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর
বিশ্ব ব্যর্থতা দিবস আজ

সর্বাধিক পঠিত

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close