চাটমোহরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ এপ্রিল, ২০২৫, ১২:৫৭ পিএম

ছবি: সংগৃহীত
পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ছগির প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধার।
রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় চাটমোহর স্টেশনের পূর্বে জগতলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা ছগির প্রামাণিক উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা পূর্বপাড়া গ্রামের মৃত খোরজান প্রামাণিকের ছেলে।
আজ সকালে রেললাইনের ওপর দিয়ে হাঁটার মুহূর্তে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফরহাদ হোসেন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেকে/ এএস