ইসরায়েলি বাহিনী বোমা হামলায় আরো ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, শনিবার অন্তত ৪০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরো ১০৮ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৭ হাজার ৫২৪ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।
কেকে/এএম