সিরাজগঞ্জের রায়গঞ্জে জিআর ডিগ্রী কলেজের তিনটি কক্ষ ভাংচুর ও কম্পিউটার লুট করেছে প্রতিপক্ষরা।
শনিবার (২৬ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার সলঙ্গা থানার দাদপুর সাহেবগঞ্জ জিআর ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত বিষয়ে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানাযায়, শনিবার ভোরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার শহিদ জিয়াউর রহমান টেকনিক্যাল ইনিস্টিউট এন্ড কলেজের অধ্যক্ষ কামাল হোসেন গংরা পূর্ব জের ধরে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে কলেজের সীমানা পিলার ও ৩টি টিনশেট কক্ষ, চেয়ার টেবিল ও ল্যাপটপ ভাংচুরকরাসহ ৪টি কম্পিউটার সেট চুরি করে চলে যায় তারা। এ সময় কলেজটির নাইটগার্ড তাদের এ দৃশ্য দেখে ভয়ে পালিয়ে যায়। পরে ওই কলেজের সকল শিক্ষক কর্মচারীরা এসে ভাংচুর করা অবস্থায় পড়ে থাকা সিমানা পিলার ও কক্ষগুলো পরিদর্শন করেন।
এ বিষয়ে দাদপুর জিআর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন বলেন, পূর্ব জের ধরে প্রতিপক্ষ কামাল হোসেনরা আমাদের কলেজের সিমানা পিলার ও তিনটি কক্ষ ভাংচুর করে চলে যায়। তারা দলবল নিয়ে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। পরে নাইট গার্ডের ফোন পেয়ে আমরা চলে আসি।
এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামণা করছি।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকলেছুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এআর