সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাতে জীবন মিয়া (৪০) নামের এক প্রবাসী যুবকেরমৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ পান্তুমাই (ডালারপার) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জীবন মিয়া পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ পান্তুমাই (ডালারপার) গ্রামের শাহজান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৫টার দিকে মাঠ থেকে গরু আনতে যান জীবন মিয়া। এ সময় হঠাৎ বজ্রাপাতে ঘটনাস্থালেই নিহত হন তিনি। রবিবার তিনি তার এক মেয়েকে বিয়ে দিয়েছেন এবং ছুটি শেষে আবারো প্রবাসে যাওয়ার কথা ছিল। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রকিব খান। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। আইনি সকল প্রক্রিয়া শেষে নিহত যুবকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কেকে/এআর