শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫,
১৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
শিরোনাম: কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড      নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি      শুক্রবার থেকে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু      বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৪৪      দুদকের সামনে ককটেল বিস্ফোরণ      বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      
দেশজুড়ে
নওগাঁয় পুলিশ সদস্য নিয়োগে প্রতারণার অভিযোগে প্রতারক গ্রেফতার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১০:৩২ পিএম
গ্রেফতার প্রতারক আব্দুল মতিন। ছবি : প্রতিনিধি

গ্রেফতার প্রতারক আব্দুল মতিন। ছবি : প্রতিনিধি

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে প্রতারণার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। 

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মলনে এমন তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফারজানা আক্তার।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে নওগাঁ শহরের মল্লিকপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেফতারকৃত আব্দুল মতিন (৫৩) মৃত মোয়াজ্জেম হোসেন ছেলে।

সংবাদ সম্মলনে জানানো হয়, গ্রেফতারকৃত মতিন এক অভিভাবকের ছেলেকে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন এবং এর বিনিময়ে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল পৌরসভা এলাকায় ওঁৎ পেতে ছিল। ঘটনার সময় আব্দুল মতিন ওই চাকরিপ্রার্থীর অভিভাবকের কাছ থেকে নগদ অর্থ ও একটি ব্ল্যাংক চেক নিচ্ছিলেন। ঠিক তখনই তাকে হাতেনাতে আটক করা হয়।

সম্মলনে আরো জানানো হয়, গ্রেফতারের সময় তিনি একটি চুক্তিনামায় স্বাক্ষর করছিলেন মতিন ও ওই অভিভাবক। নওগাঁয় পুলিশ সদস্য নিয়োগের চলমান প্রক্রিয়াকে কলুষিত করার জন্যে  চেষ্টা করছেন আব্দুল মতিন।

পরবর্তীতে মতিনের বাড়িতে অভিযান চালিয়ে আরো একটি চাঞ্চল্যকর চুক্তিপত্র উদ্ধার করা হয়েছে। ওই চুক্তিপত্রে দেখা যায়, অন্য এক প্রার্থীর পরিবারের সঙ্গে পুলিশের চাকরির বিনিময়ে ১০ লাখ টাকার রফাদফা হয়েছিল।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নূর এ আলম জানান, গ্রেফতারকৃত আব্দুল মতিনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফারজানা আক্তার আরো জানান, কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে এর আগেও জেলায় সক্রিয় দালালচক্রের কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রটি সাধারণ মানুষের সরল বিশ্বাস এবং চাকরিপ্রার্থীদের দুর্বলতার সুযোগ নিয়ে অবৈধভাবে অর্থ উপার্জনের অপচেষ্টা চালায়।

কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার বলেছেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও মেধার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে। কোনো প্রকার আর্থিক লেনদেন বা তদবিরের কোনো সুযোগ নেই। তিনি সকলকে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিভ্রান্ত না হওয়ার এবং কোনো প্রকার দালালচক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

সংবাদ সম্মলনে নওগাঁ গোয়ন্দো পুলিশের পরিদর্শক (ওসি ডিবি) আব্দুল মান্নানসহ পুলিশের বিভিন্ন পর্যয়ের  কর্মকর্তারা উপস্থতি ছিলেন।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  নওগাঁ   পুলিশ সদস্য   নিয়োগ   প্রতারণা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড
নেতৃত্বের অযোগ্যতায় পিছিয়ে পার্বত্য চট্টগ্রাম: সাদিক কায়েম
কুমিল্লায় কাফনের কাপড় পরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
সমাজ পরিবর্তনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে: তাওহিদুল ইসলাম
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা
সোনাইমুড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close