প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবার আগে। প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজাতে শিক্ষার বিকেন্দ্রীকরণের জন্য কাজ করছে সরকার। এ ছাড়া প্রাথমিকে জনবল কাঠামো বৃদ্ধি করতে অচিরেই বড় ধরনের নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে মাগুরা অডিটোরিয়ামে জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মাগুরা জেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষাকে আনন্দময় ও শিশুর উপযোগী করে গড়ে তুলতে অচিরেই সংগীত, শরীরচর্চা ও ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের দাবির প্রেক্ষিতে তিনি শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামোর বিষয়টি বিশেষজ্ঞ কমিটি সুপারিশ করেছেন বলে জানান।
এ ছাড়াও প্রধান শিক্ষকদের দশম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের জন্য সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মো. শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষার উপপরিচালক মো. জয়নাল আবেদীনসহ শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে মাঠ পর্যায়ের বিভিন্ন অভিজ্ঞতা ও দাবি-দাওয়া তুলে ধরেন। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।
কেকে/এএম