টঙ্গীতে প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ড
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৬:৫২ পিএম

ছবি: প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে নববর্ষের দিনে একটি প্লাস্টিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে টঙ্গীর শিলমুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে প্রায় দুই ঘণ্টাব্যাপী যানচলাচল বন্ধ থাকে। এতে এই মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে উৎসুক জনতাদের সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহিন আলম বলেন, সোমবার সকালে হঠাৎ ওই এলাকার সাগর নামক এক ব্যক্তির মালিকানাধীন প্লাস্টিকের গুদামে ধোঁয়ার কুণ্ডলী ও আগুন দেখতে পায় স্থানীয়রা।খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা পর দুপুর পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো বলেন, গুদামটিতে প্লাস্টিক ও পলিথিনের মোড়ক ছিল। আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কেকে/এএস