নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় লালমনিরহাট আদিতমারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২।
সোমবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে, সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ পালনের কর্মসূচি শুরু করা হয়।
পরে সেখানে ‘এসো হে বৈশাখ’ গান গেয়ে পহেলা বৈশাখকে বরণ করে নেওয়া হয়।
পরে সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল কলেজ মাঠ হতে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। নানা রঙের ব্যানার, মুখোশ, ঢাক-ঢোল ও ঐতিহ্যবাহী বাংলার নানা প্রতীক নিয়ে হাজারো মানুষ অংশ নেয় এই শোভাযাত্রায়।
উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারী,
স্কুল-কলেজে ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী, জনপ্রতিনিধি, রাজনৈতিক সংগঠন, বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে লোকগান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে বাংলার লোকজ সংস্কৃতিকে তুলে ধরা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ এবং বাঙালির ঐতিহ্যবাহী পান্তা ভাতের অনুষ্ঠানের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে।
কেকে/এএস