ফিলিস্তিনের গাজায় ইসরায়েলির বর্বোরচিত হামলার প্রতিবাদে ও ইসরায়েলি পণ্য বর্জনের লক্ষ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন আলেম-ওলামাগণ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোটর শোভাযাত্রার মাধ্যমে সালথা ও নগরকান্দা উপজেলার বিভিন্ন বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা মিজানুর রহমান ফরিদী ও সালথা উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ঝিনাতুল ইসলামের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সালথা উপজেলা শাখার সহসভাপতি মাওলানা জুনায়েদ ফরিদী, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা ইসমাততুল্লাহ শাহীন।
ব্যবসায়ী মো. ইমরান হোসাইন, সমাজসেবক ইয়ার মাহমুদ, পল্লী চিকিৎসক শাহ্ আলমসহ আরো অনেকে। এ সময় ইসরায়েলি পণ্য বিক্রি না করার জন্য সবাইকে আহ্বান জানান তারা।
কেকে/এএস