ফিলিস্তিনের জনগণের ওপর চলমান নিপীড়ন ও ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে রংপুরের কাউনিয়ায় ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে কাউনিয়া উপজেলা ও কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে তারা ফিলিস্তিনের পক্ষে নানা স্লোগান দেন এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
এর আগে শিক্ষার্থীরা কলেজ চত্বরে জড়ো হয়ে একটি র্যালি করেন। র্যালিতে শিক্ষার্থীদের হাতে ফ্রি প্যালেস্টাইন, স্টপ জেনোসাইড ইন গাজা, ইসরায়েলের পণ্য বয়কট, বদরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, ইসরায়েলের দুশমন হুশিয়ার সাবধান, সেইভ চিলড্রেন অব প্যালেস্টাইন সম্বলিত লেখা ফেস্টুন ও ব্যানার দেখা যায়।
পরে কাউনিয়া বাসস্টান্ডে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন—কাউনিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম আপেল, যুগ্ম আহ্বায়ক জাহিদ, মাসুম ও কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আলেফনুর প্রমুখ।
কেকে/এএম