সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ      হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর      ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      
দেশজুড়ে
ধনবাড়ীতে রাস্তার উপর দোকন নির্মাণে চলাচল বন্ধ, জন দুর্ভোগ চরমে
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১১:৪৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে রাস্তার মধ্যে দোকান নির্মাণ করায় জন সাধারণের চলাচল বন্ধ হয়ে গেছে। দ্রুত রাস্তার উপর নির্মিত অবৈধ স্থাপনা দোকান উচ্ছেদ করে রাস্তটি খুলে দেওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমির নিকট লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। 

স্থানীয় এলাকাবাসী জানায়, ধনবাড়ী উপজেলা পরিষদের বাউন্ডারীর উত্তর পাশের রাস্তা টি আবাসিক এলাকার বাসিন্ধাদের চলাচলের একমাত্র রাস্তা। ধনবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ হীরার গাড়ী চালক খাসপাড়া এলাকার স্থানীয় আ.লীগ নেতা আব্দুল হাই প্রমানিক দখল করে দোকান নির্মাণ করেছে বলে অভিযোগ দিয়েছে স্থানীয় বাসিন্ধারা।

অভিযোগকারী সোহেল রানা, খোকন মিলিটারি, সুমন আহম্মেদ, বাদল হোসেন, শামছুউদ্দিন, সুরুজ্জামান, আবু তারেক, কবির, বাদল, সুমনসহ স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘ বছর যাবৎ আ.লীগের প্রভাব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হীরার প্রভাবে স্থানীয় আ.লীগ নেতা আ. হাই জোরপূর্বক রাস্তার উপর দোকান নির্মাণ করেছে। এ কারণে আমরা এলাকার সকল বাসিন্ধারা চলাচল করতে পারছি না। এ অঞ্চলের স্কুল কলেজের শিক্ষার্থীসহ জন সাধারণকে অন্যদিক দিয়ে চলাচল করতে হচ্ছে। এবস্থায় চরম দূর্ভোগ পোহাতে হয় আমাদের। তাই দ্রুত রাস্তার উপর অবৈধ নির্মাণ করা দোকান ঘরটি উচ্ছেদ করে জনচলাচলে সুবিধা করতে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ সহ উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান সহ মাননীয় জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করছি। 

এ বিষয়ে দোকান মালিক অভিযুক্ত আ. লীগ নেতা আব্দুল হাই এর বাড়ীতে জানতে গেলে কাউকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে, জনচলাচলের রাস্তা কেউ দল করে অবৈধ স্থাপনা নির্মাণ বা জনচলাচলে বাধা সৃষ্টি করতে পারবে না। এটা আইনত দন্ডনীয় অপরাধ। বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পলাশে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ ‎
পোরশায় আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে ডাকাতি
আটঘরিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
লামায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

সর্বাধিক পঠিত

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ
শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক
বাগেরহাটে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close