ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চোখের মায়ায় || ইমতিয়াজ বুলবুল

অনলাইন ডেস্ক
🕐 ৮:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ০৫, ২০২৩

চোখের মায়ায় || ইমতিয়াজ বুলবুল

চোখের মায়ায় তোমার পারবোনা তাকাতে
পারবোনা চোখে চোখ রেখে কথা বলতে,
আমি হারিয়ে যাই, ভস্ম হয়ে যাই
হয়ে যাই দিশেহারা ব্যকুল,
তোমার চোখের মায়ায় রাখতে চোখ
উতাল চিত্তে হয়ে যায় আরো ভুল।

 

পারবোনা চোখে চোখ রেখে
হৃদয়ে আগুন জ্বালাতে,
পারবোনা তোমার চোখের মায়ায়
নিজের অস্তিত্ব সম্পূর্ণ হারাতে।

তার চেয়ে সহজ যদি শাড়ির আঁচলে
জরিয়ে আমায় বেধে রাখ শক্ত করে,
সারাক্ষণ তোমার পিছু পিছু
হৃদয় বিলাব বলবনা কিছু।
যদি নিঃশ্বাস বন্ধ করে
রাখ বুকে চেপে ধরে,
নিঃশ্বাস বন্ধ হয়ে যাক তবু
তোমায় ভালবাসি বলে যাব অকাতরে।

পারবোনা চোখের মায়ায় চোখ রাখতে
আমি ইসরায়েল নমরুদের পিচাশ মুখে
তপ্ত আগুনের ছাই ছিটিয়ে দিতে পারি
পারি বুক ফুলিয়ে দাড়াতে,
বাইডেনের মুখে তীব্র ধিক্কার দিতে পারি
পারি বিশ্ব মর্যাদার টুটি চেপে ধরতে,
তবু তুমি বলনা চোখে চোখ রাখতে।

অন্তস্থলের তুমি অধরে অধর রেখে
ভালবাসায় চেপে ধর,
মুখ চোখের ভাষা দেও বন্ধ করে
ভালবাসায় নিবৃত হোক মন,
হৃদয়ে হোক অযুত আনন্দের জাগরণ।

বলনা চোখের মায়ায় চোখ রাখতে
চাইনা তোমায় বিরহ মায়ায় ভালবাসতে।।

 
Electronic Paper