কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ সাবেক চেয়ারম্যান আটক
কুষ্টিয়া প্রতিনিধি
🕐 ৪:১২ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৪
কুষ্টিয়া মিরপুরের বহলবাড়ীয়া এলাকায় মাদক অভিযানে গিয়ে অস্ত্র ও গুলিসহ সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাদিমপুর স্কুল মাঠ থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
আজ শনিবার (২০ এপ্রিল) বেলা ১২টায় মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃত সোহেল রানা বিশ্বাস (৪৭) বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক।
মোস্তফা হাবিবুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বহলবাড়ীয়া এলাকায় মাদক অভিযানে যায় পুলিশ। এসময় খাদিমপুর স্কুল মাঠ থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ সোহেল রানাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মিরপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক স্বপন বলেন, সোহেল রানা বর্তমান কমিটির কেউ নয়। তিনি উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন।