ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘বিশৃঙ্খলা করে লাভ নেই, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে’

মোঃ মীমরাজ হোসেন, সোনারগাঁ
🕐 ৮:১১ অপরাহ্ণ, মে ২৭, ২০২৩

‘বিশৃঙ্খলা করে লাভ নেই, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে’

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি বলেন, মহান আল্লাহ পাকের ইচ্ছায় সোনারগাঁয়ে বিগত সারে ৯ বছর ধরে আমি আপনাদের খাদেম হিসেবে খেদমত করার চেষ্টা করেছি। আগামীতে আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আবারও খেদমত করবো, আমি হলফ করে বলতে পারি স্বাধীনতার পরে সোনারগাঁয়ে অনেক এমপি, মন্ত্রী হয়েছেন কিন্তু কেউ এতো বেশি উন্নয়ন করতে পারেন নাই। আমি আপনাদের সহযোগিতায় ব্যাপক উন্নয়ন করার চেষ্টা করেছি, আইনশৃঙ্খলা যে কোন সময়ের চেয়ে এখন অনেক ভালো।

 

লিয়াকত হোসেন খোকা এমপি বলেন, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ইভটিজিংসহ অপরাধমূলক কর্মকাণ্ডে আপনাদের আরো সহযোগিতা চাই। আগের মতো সোনারগাঁয়ে দলাদলি, মারামারি নেই। আমার সোনারগাঁয়ের মানুষ বিশৃঙ্খলা পছন্দ করেন না, তারা সুখ শান্তিতে বসবাস করতে চায়। মাদকের সঙ্গে কারা জড়িত আছে আপনার এলাকায় কে মাদক ব্যবসা করে আপনি অবশ্যই অবগত, আপনার সন্তানের ভবিষ্যতের চিন্তা করে মাদক ব্যবসা বন্ধ করতে স্হানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করেন। এভাবে সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নে জেগে উঠতে হবে তাহলে সারা সোনারগাঁ মাদক মুক্ত হবে। আমি আপনাদের সাথে আছি, কোন ভয় নেই,সবাই ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ।


শনিবার বিকেলে উপজেলার সাদীপুর ইউনিয়ন জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আগামী নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি করে কোন লাভ হবে না, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, জনগণকে ভালোবেসে জনগণের কাতারে এসে দাঁড়ান। জনগণ যাদেরকে চাইবে তারাই নির্বাচিত হবেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, জাতীয় পার্টি শান্তির রাজনীতি করে। জনগণ যাতে শান্তিতে থাকে সেই চেষ্টাই করুন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিগত ৯ বছরের উন্নয়নের বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সহযোগিতায় ব্যাপক উন্নয়ন হয়েছে। ইনশাআল্লাহ আরোও উন্নয়ন হবে।

এই সময় আবুল হাসেমকে সভাপতি ও মাসুদ মেম্বারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

জাতীয় পার্টির সাদীপুর ইউনিয়ন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবুল হাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব ও জাতীয় সেচ্ছাসেবক পার্টির সাধার সম্পাদক মোঃ বেলাল হোসেন, জাতীয় মহিলা পার্টির সভাপতি মিসেস ডালিয়া লিয়াকত, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সভাপতি সানাউল্লাহ্ সানু, সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ আব্দুর রউফ, সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম. এ জামান।

 
Electronic Paper