ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বললেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
🕐 ৮:২০ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৪

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বললেন প্রধানমন্ত্রী

দেশের সবার জন্য সুখী, আনন্দময় ও নিরাপদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এ উপলক্ষে এক ভিডিওবার্তায় এ কথা বলেন তিনি।

বুধবার (১০ এপ্রিল) ওই ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এক মাস সিয়াম সাধনার পর আবার আমাদের মধ্যে পবিত্র ঈদুল ফিতর এসেছে। ঈদ মানে আনন্দ। আসুন, আমরা আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।’

রাষ্ট্রপ্রধান বলেন, ‘ঈদুল ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক সীমাহীন আনন্দ, সুখ ও শান্তি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। ঈদ মোবারক।’ এ কথা বলে ঈদের বার্তা শেষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তবে বুধবার চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার (১১ এপ্রিল) বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

 

 
Electronic Paper