ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪ | ১২ শ্রাবণ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আর লংমার্চ করবেন না ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১০:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০২২

আর লংমার্চ করবেন না ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান লংমার্চ করার সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। শনিবার রাওয়ালপিন্ডির লংমার্চে সমর্থকদের উদ্দেশে ইমরান খান বলেন, ‘আমি ইসলামাবাদে (পাকিস্তানের রাজধানী শহর) না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, আমি জানি সেখানে গেলে ব্যাপক বিশৃঙ্খলা, সংঘর্ষ এবং ধ্বংসযজ্ঞ হবে। আর এতে ক্ষতি হবে দেশের (পাকিস্তানের)।’

 

গত এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি অভিযোগ করেন, পশ্চিমা ষড়যন্ত্রে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন। যদিও গত সপ্তাহে ইউটার্ন নিয়ে ইমরান খান বলেন, তার ক্ষমতাচ্যুতির জন্য যুক্তরাষ্ট্র দায়ী নয়।

অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয়ে ইমরান খান আগাম নির্বাচনের দাবিতে লংমার্চের ঘোষণা দেন। গত ২৮ অক্টোবর তার লংমার্চ শুরু হয়। কিন্তু ৩ নভেম্বর পাঞ্জাবের ওয়াজিরাবাদে লংমার্চে গুলিবিদ্ধ হন ইমরান খান। সেই ঘটনার ২৩ দিন পর শনিবার রাওয়ালপিন্ডিতে লংমার্চ করে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ বাতিলের সিদ্ধান্তের কথা জানালেন ইমরান খান।

শনিবার লংমার্চ থেকে ইমরান খান আরও জানান, তার দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ দেশে বিদ্যমান সকল রাজনৈতিক ব্যবস্থা থেকে পদত্যাগ করবে। তিনি বলেন, আমরা এই সিস্টেমের অংশীদার হবো না। আমরা সকল আইনসভা এবং এই দুর্নীতিপরায়ণ ব্যবস্থা পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। সূত্র: ডন, আল জাজিরা

 
Electronic Paper