বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      সিসিইউতে খালেদা জিয়া      
দেশজুড়ে
বরিশাল মহানগর ছাত্রদল নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ
বরিশাল ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১২:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইতালী প্রবাসীর বাড়ি দখলের অভিযোগ উঠেছে বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম তরিকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলে আইনি সহায়তা না করে ‘শালিসি করে মিমাংসা’ হওয়ার পরামর্শ দিয়েছেন। 

বরিশাল সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ড চাঁদমারী মাদ্রাসা সড়কে এমন ঘটনা ঘটে। তবে ৯ মার্চ ইতালী রাষ্ট্রদূতের দপ্তরে লিখিত অভিযোগ দেয়ায় বিষয়টি জানাজানি হয়।

অভিযোগকারী মাজিদা বেগম জানান, আমার মেয়ে ও মেয়ের জামাতা নিজাম উদ্দিন উতালী প্রবাসী। বরিশালের চাঁদমারি মাদ্রাসা সড়ক তাদের একতলা বাড়ি আছে। তারা বিদেশে থাকায় আমাকে বাড়ি দেখভালের জন্য এখানে রেখে যায়। ২৫ ফেব্রুয়ারি সকালে বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিক এক-দেড়শ লোকসহ মোটরসাইকেলের বহর নিয়ে এসে আমাকে বাড়ি ছেড়ে দিতে বলে। তারা গালাগালি করে আমাকে মারধরে উদ্যত হয়। তাদের ভয়ে আমি বাড়ি ছেড়ে দিতে বাধ্য হই। পরবর্তীতে বাড়ির মালামাল লুটপাট করে বাড়িটি দখল করে নেয়। 

তিনি বলেন, ঘটনার আইনি পদক্ষেপ নিতে থানায় গেলে থানা থেকে কোন সহায়তা পাইনি। উল্টো সেখানে গিয়ে দেখি তারিকুল ইসলাম তরিকসহ তার সহযোগীরা থানায় বসে আছে। তারা আমাকে বলেছে থানা তাদের কিছু করবে না। 

তিনি জানিয়েছেন, বাড়ি দখলের বিষয়ে তার মেয়ের জামাতা ইতালী রাষ্ট্রদূতের দপ্তরে অভিযোগ দাখিল করেছেন। 

নিজাম উদ্দিন জানান, পৈত্রিক সম্পত্তির আমার একক অংশে ২০১১ সালে সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে ৪ তলা বিল্ডিংয়ের প্লান পাস করিয়ে একতলার একইউনিট কমপ্লিট করে বাবা, মা এবং স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছিলাম। আমার মা-বাবা মারা যাওয়ার পরে স্ত্রী সন্তানও ইতালীতে নিয়ে আসি। খালি বাড়িতে আমার শ্বাশুড়ি ও এক পরিবার ভাড়াটিয়া ছিল। ছাত্রদল নেতা তরিক আমার পৈত্রিক বাড়িকে নির্মিত বাড়ি তার বোনের জামাতা জসীম উদ্দিনকে দখল করে দিয়েছেন। সে লোকজন নিয়ে এসে আমার শ্বাশুড়িকে গালিগালাজ ও ঘরে লুটপাট করে নামিয়ে দেন। আমি এ ঘটনায় ইতালী রাষ্ট্রদূতের দফতরে অভিযোগ দিয়েছি। 

অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম তরিক বলেন, বাড়িটি নিয়ে দুই ভাই জসিম উদ্দিন ও নিজাম উদ্দিনের মধ্যে বিরোধ। তারা উভয়েই আমার আত্মীয়। এতদিন পুরো বাড়ি নিজাম উদ্দিন ব্যবহার করতেন। এখন সেখানে জসীম উদ্দিন উঠেছেন। এই ঘটনায় আমি সম্পৃক্ত না। আমাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। 

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমি যতদূর জেনেছি বাড়ি দখলের কোন ঘটনা ঘটেনি। দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। পুরো বাড়ি দখল করে একজন ছিল, এখন সেখানে আরেকজন উঠেছে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্বাধীনতার ৫৪ বছর পরেও অবকাঠামো সংকট, চরমে দুর্ভোগে বিয়ানীবাজারবাসী
আবুল সরকারকে মুক্তি দিলে অবস্থান কর্মসূচির ঘোষণা মাদানীর
অনাকাঙ্খিত মৃত্যু থেকে বাঁচার দোয়া

সর্বাধিক পঠিত

পঞ্চগড়-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আসাদুজ্জামান নূর
নাটোর-১ আসনে এবি পার্টির প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
থাইল্যান্ডে যাচ্ছে তরুণ উদ্ভাবক দল সায়েন্স অ্যান্ড রোবটিকস ক্লাব

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close