গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজিবর রহমান (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার
(১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের মধ্য ধর্মপুর গ্রামে এ
দুর্ঘটনা ঘটে। নিহত মজিবর রহমান ওই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
স্থানীয়রা
জানান, মজিবর রহমান তার বসতবাড়ির টিউবওয়েলের পাশে বৈদ্যুতিক মোটর চালানোর
জন্য বিদ্যুৎ লাইনে সংযোগ দিচ্ছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর
আহত হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
সংবাদ পেয়ে সুন্দরগঞ্জ থানার এসআই কামাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এ
বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ
বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত
করা হচ্ছে।
কেকে/ এএস