সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
দেশজুড়ে
বাঞ্ছারামপুরে অনলাইন জুয়ার থাবা, নিঃস্ব অনেক পরিবার
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সর্বত্রই অবাধে চলছে অনলাইনে জুয়া খেলা। এ পরিস্থিতিতে সামাজিক অবক্ষয়সহ যুবসমাজের নৈতিক চরিত্র ধ্বংসের মুখোমুখি হলেও দেখার যেন কেউ নেই।

বিদ্যমান পরিস্থিতিতে এই সর্বনাশা খেলায় আসক্ত হয়ে উঠতি বয়সের স্কুল কলেজগামী শিশু কিশোর ও যুবক শিক্ষার্থীরা তাদের সোনালী সুন্দর ভবিষ্যত অন্ধকারে ডুবে ফেলে বিপদগামী হয়ে পড়ছেন।

আবার অনেকেই এ-খেলায় সর্বস্ব হারিয়ে এখন পথে বসে পড়ছেন। প্রতিনিয়ত সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার হাটবাজারে ও গ্রামগজ্ঞের আশেপাশে প্রকাশ্যে অনলাইন জুয়া খেলা চলেছে। সর্বনাশা জুয়ার নেশায় অনেকেই বসতভিটাসহ সবকিছু হারিয়ে এখন  দিশাহারা হয়ে পড়ছেন।

জুয়ায় বিভোর হয়ে এসব জুয়ারিরা এখন কোন উপায় না পেয়ে জুয়ার টাকা জোগাড় করতে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছেন।

এমতবস্থায় উপজেলার বিভিন্নস্থানে অহরহ ঘটছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়সহ নানা ধরনের অপরাধমূলক  ঘটনা।

সরেজমিনে ঘুরে বিভিন্নসুত্রে জানা গেছে,স্কুল কলেজগামী শিক্ষিত, অর্ধশিক্ষিত শিশু কিশোর,যুবকসহ বিভিন্ন বয়সের মানুষজন এখেলায় মেতে উঠছেন।সাধারনত মোবাইলে এ্যাপসের মাধ্যমে এসব খেলা হয়ে থাকে বলে জানা গেছে।কিন্তু এর লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।

সম্প্রতি আশংকাজনক ভাবে প্রকাশ্যে খেলাটি চলায় অনেক অভিভাবক তাদের উঠতি বয়সের সন্তানদের নিয়ে চরম দুশ্চিন্তায় পড়ছেন।

 উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর  গ্রামের  বাসিন্দা রোস্তম আলী, মতিউর রহমান জানায়, 'আমাদের গ্রামের শতকরা অর্ধেক লোক বর্তমানে অনলাইন  জুয়া খেলায় জড়িয়ে পড়েছে। এদের মধ্যে দু একজন সাময়িক লাভবান হলেও বেশিরভাগ জুয়ারি সর্বশান্ত হয়ে পড়ছেন। এমনকি তারা  দায়দেনায় জরাজীর্ণ হয়ে   বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। প্রকাশ্যে এমন জুয়া খেলায় সামাজিক অবক্ষয়সহ যুবসমাজের নৈতিক চরিত্র ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে বলে তারা জানান।'

নাম প্রকাশে অনিচ্ছুক এক  অনলাইন জুয়ারি জানান, সম্প্রতি অনলআইন জুড়ায় নিজপাড়া জনৈক ব্যবসায়ী প্রায় ২০ লাখ টাকা লাভবান হয়েছেন। এখবরটি গোটা এলাকায় জানাজানি হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে লোভে পড়ে ওই এলাকার আরো নতুন নতুন অনলাইন জুয়ারুর আর্বিভাব ঘটছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ মোরশেদুল ইসলাম চৌধুরী  বলেন, মাদক, জুয়াসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকান্ড নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বদ্ধপরিকর।আর এসব কর্মকান্ডের সাথে জড়িতদের ধরতে প্রতিনিয়ত আমাদের থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।তবে পুলিশের পাশাপাশি সমাজের সচেতন ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতাকমীদের সার্বিক সহযোগিতা কামনা করেন ওসি।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close