ইউএনওর প্রচেষ্টায় চুরি হওয়া ইজিবাইক ফিরে পেলেন গিয়াস উদ্দিন
মো. আমজাদ হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৭:২০ পিএম

ছবি: প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কিছুদিন পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে থাকা ১টি ইজিবাইক চুরি হয়ে যায়। হারিয়ে যাওয়া সেই ইজিবাইক উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তায় ফিরে পেল গিয়াস উদ্দিন।
একমাত্র সম্বল ইজিবাইকটি হারিয়ে দিশেহারা হয়ে যান গিয়াস উদ্দিন। চুরি হয়ে যাওয়ার ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরীকে অবগত করলে তিনি দ্রুত ইজিবাইকটি খুঁজে পেতে ব্যবস্থা নেন। উপজেলা পরিষদের সিসিটিভি ফুটেজে চোরকে শনাক্ত করে গাড়িটি উদ্ধার করা হয়। চুরি হওয়া ইজিবাইক ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে চালক গিয়াস উদ্দিন। গাড়ি ফিরে পেয়ে কৃতজ্ঞতা জানাতে নিজের ইজিবাইকে ইউএনওকে নিয়ে ঘুরে বেড়ান কিছুক্ষণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী এ ব্যাপারে ফেসবুকে পোস্ট করলে ঘটনাটি আলোচনায় আসে। তিনি বলেন, গিয়াস উদ্দিন আমাকে চুরি হওয়ার ব্যাপারটি অবগত করলে গাড়িটি উদ্ধারে প্রযুক্তি ব্যবহার করি। সিসিটিভি ক্যামেরায় চোরকে শনাক্ত করে গাড়িটি উদ্ধার করা হয়। দীর্ঘ একমাস পর বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে ইজিবাইকটি উদ্ধার করে তার মালিককে ফিরিয়ে দিতে পেরেছি। প্রান্তিক জনগোষ্ঠীর কিঞ্চিৎ সন্তুষ্টিই আমাদের মতো সরকারি কর্মচারীদের জন্য বিপুল অনুপ্রেরণার উৎস।
ইজিবাইকটি উদ্ধারে সার্বিক সহযোগিতা প্রদান করায় নবীনগর থানার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
কেকে/এমআই