জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের শৈলের কান্দা ব্রহ্মপুত্র এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে হাবিবুর রহমান (৪৫), মোফাজ্জল হোসেন (৩৫), শিল্পী (৪০), শিমুল (১৮), এবং বানেছা (৬০) রয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী আব্দুল খালের ছেলে ইউনুস (৬০), আ. বাক্কার (৫০), এবং ইউনুস আলীর ছেলে আরিফ (২৫) এর নেতৃত্বে প্রায় ৪০-৫০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা লাঠিসোটা, দা-বটি ব্যবহার করে আব্দুর রশিদ পরিবারের ওপর হামলা চালায়।
ফুরকান আলী অভিযোগ করেন, তারা আমাদের পূর্বপুরুষের জমি দখল করার চেষ্টা করছে। অতর্কিতভাবে বাড়িতে ঢুকে মারধর করেছে এবং মহিলাদের ওপর হামলা চালিয়ে তাদের কাপড় পর্যন্ত ছিঁড়েছে। আমরা থানায় মামলা দায়ের করবো।
নরুন্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) আনিসুর আশেকীন মুঠোফোনে বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে অভিযুক্ত আরিফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক রয়েছে।
কেকে/এএম