‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় উদ্বোধন করা হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫।
বুধবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও নওগাঁ প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা চত্বরে ফিতা কেটে ও ফেষ্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. গৌরাংগ কুমার তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীনসহ অন্যান্যরা।
প্রাণিসম্পদ সপ্তাহ মেলায় ৩৫টি স্টলে বিভিন্ন জাতের গবাদি পশু, হাঁসমুরগী, ভেড়াছাগল এবং প্রণিজ খাদ্য ও ঔষধপত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, খামারি, উদ্যোক্তা, শিক্ষকরা উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস