মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় মোঃ আব্দুর রহমান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুর বারোটার সময় শিবচর উপজেলা দত্তপাড়া ইউনিয়ন বাদশাকান্দি গ্রামের বামনাতলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান ফরিদপুর ভাঙ্গা উপজেলা বাখুন্ডা এলাকায় আব্দুল মান্নানের ছেলে।
এলাকাবাসী জানায়, দুপুরে ভাঙ্গা থেকে মোটরসাইকেল যোগে শিবচরে যাচ্ছিলো আব্দুর রহমান। বামনাতালা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় লেগে দুইজন ছিটকে যায়। এই সময় দুইজনকে আহত অবস্থায় পাঁচ্চর রয়েল হাসপাতালে নেওয়ার পথে আব্দুর রহমান মারা যায় ও তার বন্ধু ইলিয়াস আকনকে উন্নত চিকিৎসা জন্য ঢাকা পাঠানো হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেকে/ এমএস