আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা মনিরুজ্জামান মাহমুদি তাজউদ্দীন আহমদ চত্বরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও পথসভা করেছেন।
পথসভায় তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। আমাকে কেন্দ্রীয়ভাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ থেকে মনোনীত করা হয়েছে। আমার প্রতীক খেজুর গাছ।’
তিনি আরও বলেন, ‘আমার অঙ্গীকার, আমি নির্বাচিত হলে কাপাসিয়াকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব। দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবো। পাশাপাশি সড়ক-যানবাহন অবকাঠামো উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং শিক্ষার প্রসার ঘটানো হবে।’
পথসভায় আরও উপস্থিত ছিলেন, জমিয়ত ওলামায়ে ইসলাম বাংলাদেশ গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক মুফতি নাসির উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কাপাসিয়া উপজেলার সভাপতি মুফতি নিজামুদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা হাসান আহমদ, যুব জমিয়ত কাপাসিয়া উপজেলার সাধারণ সম্পাদক মুফতি নজরুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কাপাসিয়া উপজেলা প্রচার সম্পাদক মুফতি মাহদি হাসান কাসেমী। এছাড়াও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা পথসভায় অংশ নেন।
কেকে/বি