গাজীপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ২ পুলিশ সদস্য আহত হয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১২টায় নগরের মধ্য ভোরা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুর রশিদ ও কনস্টেবল সাইফুল ইসলাম।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান খোলা কাগজকে বলেন, ‘সোমবার রাতের অভিযানে মধ্য ভোরা এলাকায় গেলে হঠাৎ একদল ছিনতাইকারী পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তারা দু’জনই গুরুতর আহত হন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। আহত দু’জনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম জানায়, ‘এএসআই আবদুর রশিদের কপাল ও ঠোঁটে গভীর জখম হওয়ায় সেলাই দিতে হয়েছে। হাঁটুতেও আঘাত রয়েছে। অন্যদিকে কনস্টেবল সাইফুল ইসলামের মাথায় আঘাত লেগে তিনি কিছুক্ষণ অচেতন ছিলেন। তার দু’টি দাঁত ভেঙে গেছে এবং ঠোঁট ও চোখ ক্ষত হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।’
কেকে/বি