নওগাঁর পোরশায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে একযোগে উপজেলার ১১৪টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম।
এ সময় প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবিরসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
একই দিনে উপজেলার ৮৭টি প্রাথমিক বিদ্যালয় ও ২৭টি মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে ফলজ ও বনজ বৃক্ষের পাশাপাশি স্কুল গেটের দু’পাশে একটি করে সোনালু ও জারুল গাছের চারা রোপণ করা হয়েছে।
কেকে/বি