কুমিল্লার তিতাসে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন এবং আত্মহত্যা রোধে মতবিনিময় সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার গাজীপুর খান সরকারি মডেল বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে এই মতবিনিময় সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রভাষক মাহফুজুল ইসলাম সাইমুম, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সংগঠনের দাউদকান্দি শাখার দপ্তর সম্পাদক রাব্বি ভূঁইয়া, প্রচার সম্পাদক হিমেল আহমেদ, সদস্য সাথী শিকদার প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও আত্মহত্যা রোধে শপথ পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
উল্লেখ্য, সংগঠনটি ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতায় কাজ করছে। সংগঠনের সব সদস্য বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা প্রতি মাসের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের সচেতন করতে স্বেচ্ছায় গত ১৪ বছর ধরে সারা দেশে কাজ করছেন। এটি তাদের ১৮৯৯তম সামাজিক সচেতনতামূলক কর্মসূচি ছিল।
কেকে/ আরআই