বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      সিসিইউতে খালেদা জিয়া      
রাজনীতি
চাঁদপুর-২ আসনে এনসিপির মনোনয়ন চান ফয়জুন্নুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৪:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশা করছেন তরুণ উদ্যোক্তা ও সংগঠক মো. ফয়জুন্নুর আকন রাসেল। দলটির অঙ্গ সংগঠন জাতীয় পেশাজীবী ঐক্যের সক্রিয় এই সদস্য ইতোমধ্যে এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ও জমা দিয়েছেন।

তরুণ উদ্যোক্তা হিসেবে ফয়জুন্নুর রাসেল ইতোমধ্যে সফলতা অর্জন করেছেন। আইটি ও ইন্টেরিয়র খাতে তার উদ্যোগ সাড়া ফেলেছে। পাশাপাশি তিনি দীর্ঘদিন একটি প্রসিদ্ধ অনলাইন গণমাধ্যমও পরিচালনা করেছেন।

সংগঠক হিসেবেও রাসেলের অর্জন উল্লেখযোগ্য। তিনি জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট, এসিয়া পেসিফিক ডেভেলপমেন্ট কাউন্সিলের (এপিডিসি) ডেভেলপমেন্ট অফিসার এবং বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানি ওনার্স অ্যাসোসিয়েশনের (বিকা) সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এর বাইরে তিনি বাংলাদেশ এসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), ইন্টেরিয়র ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

তার সমাজসেবামূলক কাজও প্রশংসিত হয়েছে। করোনা মহামারির কঠিন সময়ে চাঁদপুরের দরিদ্র ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ান তিনি। নিজস্ব অর্থায়নে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণসহ বিভিন্ন সহায়তামূলক কর্মকাণ্ডে অংশ নেন, যা তিনি এখনো অব্যাহত রেখেছেন। স্থানীয় নানা সামাজিক ও মানবিক উদ্যোগেও তার সম্পৃক্ততা রয়েছে।

মনোনয়ন পেলে জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে মাঠে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন ফয়জুন্নুর রাসেল। তিনি বলেন, “চাঁদপুর-২ আসনের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই আমি মনোনয়ন চাইছি। দল আমাকে মনোনীত করলে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে নির্বাচনী লড়াইয়ে অংশ নেবো।”

এদিকে এনসিপির দলীয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত চাঁদপুর-২ আসন থেকে এনসিপির মোট চারজন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শিগগিরই দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন দলীয় সংশ্লিষ্টরা।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর-২   এনসিপি   মনোনয়ন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্বাধীনতার ৫৪ বছর পরেও অবকাঠামো সংকট, চরমে দুর্ভোগে বিয়ানীবাজারবাসী
আবুল সরকারকে মুক্তি দিলে অবস্থান কর্মসূচির ঘোষণা মাদানীর
অনাকাঙ্খিত মৃত্যু থেকে বাঁচার দোয়া

সর্বাধিক পঠিত

পঞ্চগড়-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আসাদুজ্জামান নূর
নাটোর-১ আসনে এবি পার্টির প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
থাইল্যান্ডে যাচ্ছে তরুণ উদ্ভাবক দল সায়েন্স অ্যান্ড রোবটিকস ক্লাব

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close