ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলামের নেতৃত্বে তারুণ্যের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকালে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে।
উক্ত শোভাযাত্রায় গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দুর্জয় আহমেদ সবজি, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেন, মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের মন্ডল, ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আলাল মিয়া, সহ-সভাপতি তুহিন সিকদার, জয় বর্মন, মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফাহিম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল, রোভার পল্লী কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রায়হান কাজী, ছাত্রদল নেতা সাজিদ হাসান, আজমাইন, ফাহিম, মৃদুল, তামিম, আসিক, সিয়াম, মামুন, আসাদসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের প্রায় ১৫'শ নেতাকর্মী অংশ নেন।
কেকে/এআর