ভূমিকম্পের আতঙ্কে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের ৩০জন বন্দী শিশু আহত হয়েছে। আহতদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ হতাহত হননি, সবাই আতঙ্কের শিকার।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প চলাকালীন টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) শাখায় এ ঘটনা ঘটে।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা বলেন, ‘ভূমিকম্পের কিছুক্ষণ পর থেকেই তারা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
এ বিষয়ে শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) শাখার (সহকারী পরিচালক) তত্ত্বাবধায়ক ইমরান খান বলেন, ‘ভূমিকম্প চলাকালীন আতঙ্কদৌড়াদৌড়ি করতে গিয়ে ৩০জন বন্দী পদদলিত হয়ে আহত হয়। আহতদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। যারা বেশি আহত হয়েছে, তাদেরকে শিশু উন্নয়ন কেন্দ্রের নিজস্ব চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
কেকে/এমএ