বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      সিসিইউতে খালেদা জিয়া      নিজের গড়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হচ্ছে : রিজভী      প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছর কারাদণ্ড      প্লট দুর্নীতি : জয়-পুতুলের পাঁচ বছর কারাদণ্ড      শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      
জাতীয়
ভূমিকম্পে আহত ৬৬ জন পঙ্গু হাসপাতালে ভর্তি
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর (ঢাকা)
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৪:৫৩ পিএম আপডেট: ২১.১১.২০২৫ ৫:১০ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

রাজধানীতে হওয়া ভূমিকম্পের আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ও মাথা ঘুরে পড়ে গিয়ে আহত হয়েছেন বহু মানুষ। শুধু জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (পঙ্গু হাসপাতাল) দুপুর তিনটা পাঁচ মিনিট পর্যন্ত মোট ৬৬ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া রাজধানীতে ৩-৪ জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হলে বিভিন্ন এলাকায় মানুষজন দ্রুত ভবন থেকে নামতে গিয়ে অনেকে পড়ে যান, আবার কেউ বাসার মধ্যেই ভারসাম্য হারিয়ে আঘাতপ্রাপ্ত হন। 

দুপুরে পঙ্গু হাসপাতালে দেখা যায়, জরুরি বিভাগে আহত রোগীর ভিড়। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রায় ৯০ শতাংশ রোগীই ভূমিকম্পজনিত দুর্ঘটনায় আহত হয়েছেন।

কালাচাঁদপুর থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তি দুপুর ১টার দিকে হাসপাতালে আসেন। সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে পড়ে তার কোমরের হাড়ে গুরুতর আঘাত লাগে।

আব্দুল্লাপুরের ইয়াসিন আরাফাত দুপুর দুইটার দিকে হাসপাতালে ভর্তি হন। তার ডান হাত ভেঙে গেছে।

তিনি জানান, সকালে অফিসে কাজ করছিলাম। ভূমিকম্পের সময় হঠাৎ অফিসের আলমিরা আমার ওপর পড়ে গেলে হাত ভেঙে যায়।

নতুন বাজার বেড়াইতের তানজিমা ফেরদৌস (৪০) জানান, ভূমিকম্প শুরু হলে মাথা ঘুরে মেঝেতে পড়ে কোমরের নিচে আঘাত পান। পরে দুপুর দুইটা ৪৫ মিনিটে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন।

মিরপুর-৬ থেকে আসা মনিম নামের এক ব্যক্তি সিঁড়ি থেকে পড়ে তার বাম পা ভেঙে ফেলেছেন। 

তার স্বজনরা জানান, ভূমিকম্পের সময় দ্রুত নিচে নামতে গিয়ে সিঁড়িতেই পড়ে যান তিনি।

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের মুড়ি বিক্রেতা আবদুস সোবহান (৫৩) চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ মাথা ঘুরে যায়, সবাই দৌড় দিলে পড়ে গিয়ে আমার বাম পাটা ভেঙে যায়।

দুপুর ১২টার দিকে তাকে হাসপাতালে আনা হয়।

বসুন্ধরা এলাকার রাজমিস্ত্রি রবিকে দুপুর ১২টার দিকে সহকর্মীরা পঙ্গু হাসপাতালে আনেন। ভূমিকম্পের সময় নিচে পড়ে তার কোমর ও বাম পায়ে আঘাত লাগে।

রামপুরার লিজা (৪০) সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাতিরঝিলের রোকেয়া (৫০) সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে তার বাম হাতের সোল্ডার জোড়া সরে গেছে বলে চিকিৎসকেরা জানান। তার সেরে উঠতে সময় লাগবে।

পঙ্গু হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স লক্ষ্মী রানী দাস জানান, দুপুর ৩টা ৫ মিনিট পর্যন্ত মোট ৬৬ জন ভূমিকম্পে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অধিকাংশই হাত-পা ফ্র্যাকচার, কোমর ও সোল্ডার ইনজুরিজসহ বিভিন্ন অস্থি-সংক্রান্ত আঘাতে ভুগছেন।

জাতীয় পঙ্গু হাসপাতালের (নিটোর) পরিচালক অধ্যাপক ডা. কেনান বলেন, ‘দুপুর ১২টার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৭০ জন আহত রোগী চিকিৎসার জন্য হাসপাতালে এসেছেন। এর মধ্যে ১৫ জনকে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

‘সকালে ভূমিকম্প হওয়ায় হঠাৎ রোগীর চাপ বেড়ে যায়। তাই, আমরা চিকিৎসক, নার্স ও ওয়ার্ড মাস্টারদের সংখ্যা বৃদ্ধি করেছি। সবাই মিলে রোগীদের সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করছি। ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না। সবাই সমান চিকিৎসা পাচ্ছে।’

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  ভূমিকম্প   আহত   পঙ্গু হাসপাতাল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কাঠালিয়ায় ঝালকাঠির নতুন জেলা প্রশাসকের সাথে মতবিনিময়
ইটনায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান
ফরিদপুরে পাটবীজ বিক্রয় তরান্বিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
তিন ভাইয়ের মিশ্র বাগা‌নে কমলার বাম্পার ফলন

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে কুরআন খতম ও মাহফিল
কক্সবাজারে ৭ উপজেলায় ইউএনও রদবদল
কাপাসিয়ায় অবৈধ কয়লা চুল্লি পুনরায় চালু, পরিবেশ বিপর্যস্ত
শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে কাপাসিয়ায় বিক্ষোভ

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close