ভূমিকম্পে গাজীপুরের টঙ্গী ও শ্রীপুর এলাকায় অন্তত শতাধিক শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার (২১নভেম্বর) সকালে দুটি শিল্পাঞ্চলে ভূমিকম্পের আতঙ্কে পদদলিত হয়ে এই আহতের ঘটনা ঘটে বলে জানা যায়।
টঙ্গী পূর্ব থানার ওসি অহিদুজ্জামান জানায়, টঙ্গী বিসিকের ফ্যাশন প্লাস কারখানায় ভূমিকম্পের সময় গেট বন্ধ থাকায় শ্রমিকরা আতঙ্কে ছুটাছুটি করতে গিয়ে পদদলিত হন। এতে অন্তত অর্ধশত শ্রমিক আহত হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার ডেনিম্যাক কারখানায়ও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়। হঠাৎ ভূমিকম্পের দোলায় শ্রমিকরা দ্রুত বের হওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কিতে বহু শ্রমিক আহত হন।
টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার তারেক হাসান জানায়, ‘ভূমিকম্পের পর থেকে অসংখ্য শ্রমিক হাসপাতালে ভর্তি হতে আসছেন। বর্তমানে ঠিক কতজন আছেন তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়।’
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা টিএস শফিকুল ইসলাম জানিয়েছেন, ‘বিভিন্ন কারখানা থেকে শতাধিক শ্রমিক চিকিৎসার জন্য হাসপাতালে এসেছে।’
এদিকে, গাজীপুর মহানগরীর বাসন থানা কোজিমা লিরিক কারখানা শ্রমিকরা ভূমিকম্পের সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে ৭/৮ জন আহত হয়। আহত কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
কেকে/বি