মতলব উত্তরে মোবাইল কোর্টে বিস্ফোরক লাইসেন্স ও রুট পারমিট না থাকায় দুইজনকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। অভিযানের অংশ হিসেবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার কালিপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ।
অভিযান চলাকালে বিস্ফোরক লাইসেন্স ছাড়াই সিলিন্ডার গ্যাসের ব্যবসা পরিচালনা করায় একজন দোকান মালিককে পেট্রোলিয়াম আইন-২০১৬ এর ২০(১) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সিলিন্ডার গ্যাসসহ যে কোনো ঝুঁকিপূর্ণ ব্যবসা অবশ্যই বৈধ লাইসেন্সের আওতায় করতে হবে।
তিনি আরও বলেন, একইভাবে রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো জননিরাপত্তার জন্য বড় হুমকি। যারা আইন লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
কেকে/লআ