বরিশালের উজিরপুর উপজেলায় স্ত্রী কর্তৃক তালাকপ্রাপ্ত এক যুবকের আধা মন (প্রায় ২০ কেজি) দুধ দিয়ে গোসল করার ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার শোলক ইউনিয়নের দামোদারকাঠি গ্রামে ঘটে যাওয়া এ ঘটনাটি দ্রুত ভাইরাল হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. এসকেন্দার আলী সরদারের পুত্র মো. সজীব সরদার। গত ২৫ মে একই গ্রামের কাজল নামের এক তরুণীকে পরিবারের অমতে প্রেমের টানে বিয়ে করেন। দুই মাসের মাথায় জীবিকার তাগিদে সজীব দুবাইতে পাড়ি জমালেও স্ত্রী কাজলের অনুরোধে তিনি দেশেই ফিরে আসেন।
সজীবের দাবি, দেশে ফেরার পর বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেওয়া হয়। এরপর স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ তীব্র হলে শ্বশুরবাড়ির প্ররোচনা ও মায়ের পরামর্শে মাত্র ছয় মাসের মাথায় স্ত্রী কাজল তাকে তালাক দেন।
তালাকের পর মানসিকভাবে ভেঙে পড়া সজীব আত্মহত্যার উদ্দেশ্যে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করলে আশঙ্কাজনক অবস্থায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
পরে স্থানীয়দের উপস্থিতিতে সালিশ-বৈঠকে ঘটনা মীমাংসার চেষ্টা হলেও কাজল তালাকের সিদ্ধান্তে অনড় থাকেন। সবশেষে আনুষ্ঠানিক তালাক কার্যকর হওয়ার পর সজীব বুধবার সকালে বাড়ির উঠোনে কয়েকজন স্থানীয়কে সঙ্গে নিয়ে আধা মন তরল দুধ দিয়ে গোসল করেন।
সজীব আক্ষেপ করে বলেন, ‘আমার যখন টাকা ছিলো তখন কাজল আমাকে ভালোবাসতো, এখন আমার টাকা শেষ ভালোবাসাও শেষ। টাকার কাছে ভালোবাসা পরাজিত।’
‘আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম। দুধ দিয়ে গোসল করেছি মন পরিষ্কার করার উদ্দেশ্যে; নতুন করে জীবন শুরু করতে চাই।’
ঘটনাস্থলে উপস্থিত কেউ কেউ মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে স্ত্রী কাজলের মন্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। সাংবাদিকদের সামনেও তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।
কেকে/এমএ