সিরাজগঞ্জের কামারখন্দে একটি চলন্ত ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের কোবাদ শেখ মোড় এলাকায় চিত্রা এক্সপ্রেস ট্রেনে এই পেট্রলবোমা নিক্ষেপের চেষ্টা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধায় জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার আবু হান্নান জানান, গতকাল রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পেট্রলবোমা নিক্ষেপের কথা শুনেছি। তবে কে বা কারা মেরেছে এখনো জানতে পারিনি।
সিরাজগঞ্জ রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল উদ্দিন জানান, পেট্রলবোমা নিক্ষেপের বিষয়টি আমরা শুনেছি। তবে, পেট্রোল বোমা জাতীয় কোন কিছু আমরা পাইনি।
‘এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ কোন অভিযোগ দেয়নি।’
কেকে/এমএ