সিরাজগঞ্জের রায়গঞ্জে মোটরসাইকেল-ট্রকা মুখোমুখি সংঘর্ষে পশু ডাক্তার সাইফুল ইসলাম নিহত হয়েছে। সাইফুল ইসলাম ঘুড়কা ইউনিয়নের রয়হাটি গ্রামের স্থানীয় পশুর ডাক্তার।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-ষ্টেশনের সামনে ওই ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সড়ক থেকে লাশ সরাতে বিলম্ব হওয়ায় উত্তেজিত জনতা ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-ষ্টেশনে ভাংচুর চালায়। এতে অফিসের কয়েকটি কক্ষ ও কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের বেশ কয়েকটি স্থানে দ্রুতগতির যানবাহনের কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। তারা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা ও গতিনিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে নেয়।
কেকে/লআ