গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। বুধবার রাতে টঙ্গীর গোপালপুর এলাকায় ওই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায়, জীবনের নিরাপত্তা চেয়ে টঙ্গী সাংবাদিক ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী সামসুল হক আকন্দের পরিবার।
লিখিত বক্তব্যে ভুক্তভোগীর পরিবার জানান, স্থানীয় সন্ত্রাসী কানা রতন, বিল্লাল, দাউদসহ কয়েকজন মিলে তাদের বাসার ভিতরে অতর্কিত হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এসময় বাসায় থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায় তারা। এঘটনায় থানায় অভিযোগ করতে গেলেও সন্ত্রাসীদের বাঁধার সম্মুখীন হতে হয়। এমতাবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন পুরো পরিবার।
জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দিয়ে কোন সহযোগিতা না পাওয়ার অভিযোগ করে তিনি আরো বলেন, আমরা সাধারণ মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই সন্ত্রাসীদের কাছে প্রতিনিয়ত অপদস্ত হয়ে আতঙ্কিত অবস্থায় আছি। আইন শৃঙ্খলা বাহিনীর নিকট দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও ৯৯৯ এর বিষয়টি তদন্ত করার দাবী জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ীর স্ত্রী ফরিদা বেগম তার পুত্রবধূ আফরোজা আক্তার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ।
কেকে/লআ