চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জায়গা-জমির বিরোধে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের নেতা শাওন মাহমুদ আশিক (২৪)।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো বাজারে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শাওন চট্টগ্রাম মহানগর ইসলামী ছাত্রশিবিরের কর্ম-পরিষদের সদস্য বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শাওন তার ভাইকে সঙ্গে নিয়ে হেয়াকো বাজারসংলগ্ন এলাকায় খালার পারিবারিক সম্পত্তি পরিদর্শনে যান। এ সময় কয়েকজন যুবক অতর্কিত তাদের ওপর হামলা চালায়।
অভিযোগ রয়েছে—ব্যবসায়ী শফির নির্দেশে বিএনপি নেতা নাছির উদ্দিন বিপ্লবের ভাতিজা শাহাদাত হোসেন রাকিবসহ আরও কয়েকজন এতে অংশ নেয়। ধারালো অস্ত্র দিয়ে হামলাকারীরা শাওন ও তার ভাইদের ওপর এলোপাতাড়ি আঘাত করে। একপর্যায়ে রাকিবের ছুরিকাঘাতে শাওন পিঠে গুরুতর আহত হন। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
আহত শাওন বলেন, ‘সকালে ভাইয়ের সঙ্গে খালার জায়গা দেখতে গিয়েছিলাম। হঠাৎ রাকিবসহ কয়েকজন আমাদের ওপর হামলা করে। রাকিব ছুরি দিয়ে আঘাত করলে আমি গুরুতর জখম হই।’
তিনি দাবি করেন, খালার পারিবারিক সম্পত্তি নিয়ে চলমান বিরোধের জের ধরেই এই হামলা হয়েছে।
অভিযুক্ত ব্যবসায়ী মো. শফি বলেন, ‘জায়গা-জমি' নিয়ে বিরোধ আছে ঠিকই, তবে আজকের ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। বরং তারা এসে আমার নির্মাণাধীন দোকানঘর ভাঙচুর করেছে। আমি বাধা দিইনি।’
ভূজপুর থানা ছাত্রশিবিরের সভাপতি ইমাম হোসেন বলেন, ‘আমাদের নেতার উপর অতর্কিত হামলার তীব্র নিন্দা জানাই। আশা করি, প্রশাসন অচিরেই এর ব্যবস্থা নিবেদন। না হলে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব।’
ভুজপুর থানার ওসি (তদন্ত) নুরুল আলম জানান, ঘটনার বিষয়ে পুলিশ অবগত হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এমএ