বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      
দেশজুড়ে
মেঘনায় হাইওয়ে সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৩:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার গুরুত্বপূর্ণ হাইওয়ে সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনটির মেঘনা উপজেলা শাখার সভাপতি মাওলানা আখতার হোসাইন আতিকের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক ডালিম মিয়া প্রধান, ইসলামী যুব আন্দোলনের সভাপতি সাঈদুর রহমান (সাইদ), সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বাবু, ইসলামী ছাত্র আন্দোলন মেঘনা উপজেলা শাখার সভাপতি রেদোয়ান হোসেন (রিয়াদ), বাংলাদেশ মুজাহিদ কমিটি মেঘনা শাখার ছদর আমির হোসেন ও সেক্রেটারি ডা. মোহাম্মদ কামাল হোসেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও ভুক্তভোগী স্থানীয় সাধারণ মানুষ।

মানববন্ধনে বক্তৃতা দিতে গিয়ে ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আগামী ১৬ই ডিসেম্বরের মধ্যে সড়ক সংস্কারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। এর মধ্যে কোনো উদ্যোগ না নিলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘জনগণ কষ্টে থাকবে, আর উপজেলা প্রশাসনের টনক নড়বে না, এটা মেনে নেওয়া যায় না। জনগণই আপনাদের এই দপ্তরে বসিয়েছে তাদের সেবা করার জন্য। তাই সড়ক সংস্কারের কাজ জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।’

মানুষের এই ক্ষোভের পেছনে রয়েছে দীর্ঘদিনের অবহেলা আর বিলম্বিত কাজের বাস্তবতা। হাইওয়ে সড়কটির পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে গত ১২ সেপ্টেম্বর। মোট সাড়ে ৯ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় সাড়ে ৭ কিলোমিটার অংশ পুনর্নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৫৮ লাখ ৬৬ হাজার ৩০৫ টাকা। মাস্টার এন্টারপ্রাইজ ও চৌধুরী এন্টারপ্রাইজ নামের ২টি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে। কিন্তু প্রকল্পের অগ্রগতি এখনো মাত্র ৫৫ শতাংশে আটকে আছে। অথচ ২০২৬ সালের ১১ মার্চ প্রকল্প হস্তান্তরের সময়সীমা নির্ধারিত।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজটি উপ-ঠিকাদারদের কাছে হস্তান্তর করায় গতি কমে গেছে, আর ভোগান্তি বেড়েছে বহুগুণ।

উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম জানায়, সংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করার জন্য লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ২-১ দিনের মধ্যে কাজ দৃশ্যমান দেখা যাবে।

কেকে/বি


মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জকসু নির্বাচনে কমিশনের পক্ষপাতের অভিযোগ শিবির–সমর্থিত প্যানেলের
ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্বাধীনতার ৫৪ বছর পরেও অবকাঠামো সংকট, চরমে দুর্ভোগে বিয়ানীবাজারবাসী

সর্বাধিক পঠিত

নাটোর-১ আসনে এবি পার্টির প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
থাইল্যান্ডে যাচ্ছে তরুণ উদ্ভাবক দল সায়েন্স অ্যান্ড রোবটিকস ক্লাব
ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close