গাজীপুরের কালিয়াকৈরে একটি ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডারের আগুনে চারজন দগ্ধ হয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।
দগ্ধরা হলেন—আলী হোসেন, ওয়ার্কশপের মালিক মোতালেব হোসেন, শামিম হোসেন ও শফিকুর রহমান। তাদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, আর একজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান খোলা কাগজকে বলেন, “আগুন নির্বাপণে আমাদের কেউ যাননি। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে এনেছিলেন। তবে সেখানে চারজন দগ্ধ হয়েছেন।”
কেকে/ আরআই